• তৃণমূলের সঙ্গে জোট নিয়ে এখনও আশায় কংগ্রেস, 'মমতার সঙ্গে আলোচনা চলছে,' দাবি জয়রামের
    আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • পশ্চিমবঙ্গে 'একলা চলো' পন্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ডেরেক ও'ব্রায়েন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যের সমস্ত ৪২টি লোকসভা আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু কংগ্রেস এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েই রেখেছে। পশ্চিমবঙ্গে INDIA ব্লকের ভবিষ্যত প্রসঙ্গে এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, 'টিএমসির সঙ্গে আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে বিজেপিকে হারানোই প্রথম লক্ষ্য। এমন 'তু-তু-ম্যায়-ম্যায়' চলতেই থাকে।'

    তিনি বলেন, 'কংগ্রেস দলই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার সাংসদ করেছিল। তাঁর দলের নামও দেখুন। তাতে তৃণমূলের পাশে কংগ্রেসও রয়েছে। তৃণমূলের জন্য কংগ্রেসের দরজা সবসময় খোলা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। পাল্টি রাম (নীতীশ কুমার) এবং RLD ছাড়া, INDIA ব্লকের অন্তর্ভুক্ত ২৬টি দলই একত্রিত হয়েছে।'

    এর আগে এক রিপোর্টে পশ্চিমবঙ্গে TMC এবং কংগ্রেসের মধ্যে জোটের উল্লেখ করা হয়। তাতে বলা হয় কংগ্রেস ৫টি আসনে এবং তৃণমূল ৩৬টি আসনে লড়বে। কিন্তু তার পরের দিনই, ডেরেক ও'ব্রায়েন জানান যে TMC একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

    অন্য রাজ্যে জোটের কী অবস্থা? এই বিষয়ে জয়রাম রমেশ বলেন, 'উল্লেখযোগ্য বিষয়টি হল, উত্তরপ্রদেশে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করা হয়েছে... এটি চূড়ান্ত করতে কিছুটা সময় লেগেছে। আজ আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসও জোটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছে। বারবার বলা হচ্ছে যে কংগ্রেস ঘুমিয়ে আছে এবং জোটে তাদের কোনও আগ্রহ নেই। কিন্তু আমি বারবার একথাই বলেছি যে, এটার জন্য সময় লাগে। AAP এবং কংগ্রেস আজ দিল্লি, হরিয়ানা, গুজরাট, গোয়া এবং চণ্ডীগড়ে আসন ভাগাভাগি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করবে।'

    আপাতত জয়রাম রমেশ উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর 'ভারত জোড় ন্যায় যাত্রা'-তে রয়েছেন। ন্যায় যাত্রায় কি অখিলেশ যাদব অংশ নেবেন? এই বিষয়ে তিনি বলেন, 'অখিলেশ যাদব ২৫ ফেব্রুয়ারি আগ্রায় ন্যায় যাত্রায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আমরা তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত। প্রিয়াঙ্কা গান্ধীও ন্যায় যাত্রার মিছিলে যোগ দিতে হাপুর পৌঁছেছেন। এর আগে বারাণসীতে যাত্রায় অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি।
  • Link to this news (আজ তক)