• PM Modi to visit West Bengal: খেলা ঘোরাতে তৈরি ‘মাস্টারপ্ল্যান’! লোকসভায় তৃণমূলকে ‘ঘোল’ খাওয়াতে আগুনে ঝাঁঝ নিয়ে আসছেন মোদী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • PM Modi to visit West Bengal:

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভার মধ্য দিয়ে এরাজ্যে লোকসভা নির্বাচনের (Lok sabha Polls 2024) প্রচার শুরু করছে BJP। দলে নম্বর টু, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলা থেকে ৩৫ জন সাংসদের টার্গেট বেঁধে দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, যাতে অন্তত ২০-২৫টি লোকসভা আসনে জয় আসে, সেই লক্ষ্যেই এই টার্গেট শাহের। একেবারেই যেন বহুজাতিক সংস্থার মার্কেটিং পলিসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি লোকসভা কেন্দ্র ও গরমাগরম ইস্যু মাথায় রেখেই বাংলার রাজনৈতিক ময়দানে নামছেন বিজেপির প্রধান মুখ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)