AIIMS Kalyani: নেই দূষণ সংক্রান্ত ছাড়পত্র, আগামীকাল মোদীর হাতে উদ্বোধনের আগেই বিতর্কের মুখে কল্যানী AIIMS
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
আগামীকালই কল্যাণী এইমসের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই দানা বাঁধল বিতর্ক। জানা গিয়েছে এইমসের নতুন ভবনের জন্য নেওয়া হয়নি দূষণ সংক্রান্ত কোন ছাড়পত্র। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করা হয়েছে। শুধু কল্যাণী এমসই নয়, রবিবার একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর রাজকোট, মঙ্গলাগিরি, ভাটিন্ডা, রায়বরেলী এবং জম্মু এমসেরও উদ্বোধন করার কথা।