রাজ্যের পর্যটন (tourism) মানচিত্রে সৈকতনগরী দিঘা (Digha) বরাবরই উপরের দিকে থাকে। পর্যটকদের কাছে দিঘাকে আরও বেশি মনোগ্রাহী করে তুলতে রাজ্য সরকারের একের পর এক দুরন্ত পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে। দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরির কাজ প্রায় শেষের পথে। মাস কয়েকের মধ্যেই মন্দিরের দ্বারোদঘাটন হয়ে যাবে। এবার পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরেই রাম মন্দির (Ram Mandi
তৈরির আবেদন। ইতিমধ্যেই একটি সংগঠনের তরফে এই মর্মে আবেদন জানিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে (DSDA) একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।