Lok Sabha polls 2024: জোট ইস্যুতে আলোচনাতেই আস্থা কংগ্রেসের, লোকসভার আগে বাংলাকেই পাখির চোখ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
সামনেই লোক সভা নির্বাচন। তার আগে মোদী সরকারের বিরুদ্ধে জোট গড়ে লড়াইয়ের ডাক দিয়েছে বিরোধীরা। এদিকে বেশ কিছু রাজ্যে আপ-কংগ্রেস আসন সমঝোতায় পৌঁছালেও বাংলাতে ‘একলা লড়াইয়ের’ ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। যদিও মমতার এই সিদ্ধান্ত নিয়ে এখনই জোটের সম্ভাবনার শেষের ইঙ্গিত দেখছে না কংগ্রেস। দলের আশা আলোচনার মাধ্যমে আসন বন্টন নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।