বলিউডের অন্যতম প্রিয় দম্পতি, কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা, ৭ ফেব্রুয়ারি, ২০২৩-এ রাজস্থানের জয়সালমেরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। তারপর থেকেই প্রকাশ্যে নজর কেড়েছে তাঁদের রসায়ন। পোশাকের দিক দিয়ে হোক অথবা একে অপরকে সাপোর্ট করার বিষয় হোক, দুজনেই কিন্তু রাখঢাক করেন না।