গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্ট রাজ্য (পশ্চিমবঙ্গ) সরকারকে বিতর্কিত দুটি সিংহের নতুন নামকরণ করতে বলেছে। সিংহ দুটি বর্তমানে রয়েছে উত্তরবঙ্গের সাফারি পার্কে। একইসঙ্গে রাজ্যের আইনজীবীকে আদালত, এই ইস্যুতে বিতর্ক এড়াতে এবং প্রয়োজনে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে পরামর্শ দিয়েছে।