IAS Success Story: অভাবকে কখনই অজুহাত হিসাবে সামনে আনেন নি, হতদরিদ্র থেকে IAS-এর জার্নি চমকে দেবে আপনাকেও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা হল ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও মাত্র হাতে গোনা কয়েকজন কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আজ এমন একজনের সাফল্যের কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যিনি কঠিন পরিস্থিতির মধ্যে থেকে হাল না ছেড়ে লড়াই চালিয়ে গিয়েছেন। জীবনে বড় কিছু অর্জন করার জন্য প্রাণপাত করেছেন। অভাবকে কখনই ‘অজুহাত’ হিসাবে সামনে আনেন নি তিনি।