Musheer Khan: দাদা সরফরাজের মতই ব্যাটে তুফান ভাই মুশিরের! ছক্কায় ছক্কায় একাই ২০০, তছনছ সব রেকর্ড
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
Ranji Trophy, Mumbai vs Baroda:
দারুণ সময় চলছে মুম্বইয়ের খান পরিবারে। একদিকে সরফরাজ খান টিম ইন্ডিয়া অভিষেকেই মাতিয়ে দিচ্ছেন। অন্যদিকে, তাঁর ভাই মুশির খান আবার মাতাচ্ছেন রঞ্জি ট্রফি। বরোদার বিপক্ষে বিকেসি গ্রাউন্ডে মুশির কেরিয়ারের প্ৰথম ডাবল সেঞ্চুরিও করে ফেললেন।