• PM Modi: ‘পরিবারতন্ত্র-দুর্নীতি-তোষণের বাইরে কংগ্রেস চিন্তা করতে পারে না’, তুলোধনা প্রধানমন্ত্রী মোদীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • PM Modi Attack Congress:

    ভোট এগিয়ে আসছে। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস। প্রধানমন্ত্রী মোদী শনিবার কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন যে, দেশের দল কংগ্রেস ‘পরিবারতন্ত্র, দুর্নীতি এবং তোষণের বাইরে কিছু চিন্তাই করতে পারে না এবং দেশের উন্নয়ন ওই দলের কোনদিন উদ্দেশ্য ছিল না।’ এদিন ‘বিকশিত ভারত-বিকশিত ছত্তিশগঢ়’ কর্মসূচিতে ভার্চুয়াল ভাষণে প্রদানমন্ত্রীর তোপ, ‘স্বাধীনতার পরে কংগ্রেস দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে কিন্তু তার নজর শুধুমাত্র সরকার গঠনের দিকে ছিল, দেশের ভবিষ্যত গড়ে তোলার দিকে নয়।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)