• নির্বাচনের ফলাফল‌ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইমরানের দল পিটিআই...
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। পিটিশনে দাবি করা হয়েছে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ১৮০টি আসনে জয়ী হয়েছে পিটিআই। কিন্তু কারচুপি ও কারসাজির মাধ্যমে মাত্র ৯২টি আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে। পিটিআইয়ের অন্যতম শীর্ষ নেতা শের আফজাল মারওয়াত জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করে পাক নির্বাচন কমিশন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন আলি খান নামে অবসরপ্রাপ্ত এক পাকিস্তানি সেনা আধিকারিক। গত বুধবার সেই আবেদনের ওপর শুনানির দিনও নির্ধারণ করেছিল আদালত। কিন্তু সেদিন আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় সেই পিটিশন বাতিল করে দেয় পাক সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আলি খানকে পাঁচ লাখ পাক টাকা জরিমানাও করে সর্বোচ্চ আদালত।
  • Link to this news (আজকাল)