• আমলাদের বদলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের কমিশনের নির্দেশ, যেন কোনওভাবেই কোনও আমলাকে এক জেলা থেকে বদলি করে এমন কোনও জেলায় পাঠানো যাবে না যা একই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে। আমলারা যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে সেজন্যেই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজের তিন বছরের মেয়াদ শেষে বদলির সময় কোনও আমলাকেই এক জেলা থেকে অন্য জেলায় পাঠানোর সময় তাঁদের যেন একই সংসদীয় ক্ষেত্রে না রাখা হয়। শনিবারই এই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট করানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। জিরো টলারেন্স করতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।  
  • Link to this news (আজকাল)