• ‌সন্দেশখালিতে পুলিশি বাধার মুখে বাম নেত্রী মীনাক্ষী
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সন্দেশখালিতে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রসঙ্গত, শনিবার সকালে সন্দেশখালি যান মীনাক্ষী। টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘোরেন তিনি। সন্দেশখালি কাণ্ডে ধৃত সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতে যান মীনাক্ষী। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নিরাপদ সর্দারের বাড়ি থেকে বেরিয়ে এলাকা পরিদর্শনের সময় মাঝেরপাড়ায় মীনাক্ষীকে বাধা দেয় পুলিশ। ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে গ্রামে যেতে বাধা দেওয়া হয় মীনাক্ষীকে–এমনটাই অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি। মীনাক্ষী একা গ্রামে যেতে চেয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। থানায় যেতে চাইলে বাধা দেওয়া হয় মীনাক্ষীদের। সন্দেশখালি ঘাটের কাছে বসে পড়েন তিনি। অভিযোগ করেন, রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু গ্রামে গ্রামে ঘুরছেন। তাহলে কেন তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ আপাতত এলাকা ঘিরে রেখেছে। 
  • Link to this news (আজকাল)