• ‌ফের সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশন, হাজির তৃণমূলের প্রতিনিধি দলও...
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবারের পর শনিবারও সন্দেশখালি গেল জাতীয় মানবাধিকার কমিশন। সেখানকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। এর আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালি গিয়েছিল জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনও। পাশাপাশি সন্দেশখালি ঘুরে দেখে এসেছিল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনও। এমনকী জাতীয় আদিবাসী কমিশনের একটি দলেরও শীঘ্রই সন্দেশখালি পৌঁছনোর কথা। এদিকে, বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় শনিবার গিয়েছেন সন্দেশখালি। স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তিনি। এদিকে, তৃণমূলের প্রতিনিধি দলও আজ সন্দেশখালি যাচ্ছে। মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন দুই মন্ত্রী। এদিকে, শনিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বেতমজুর এলাকা। স্থানীয়দের রোষের মুখে বেপাত্তা শেখ শাহজাহানের ভাইয়ের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা। তাঁর পরিবারের পরিবারের সদস্যদের ধাওয়া করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। 
  • Link to this news (আজকাল)