• কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়ার মত রোগ প্রতিরোধে ছাত্রছাত্রীদের যুক্ত করে প্রশিক্ষণের এক বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এরই অঙ্গ হিসেবে কলকাতার স্কটিশ চার্জ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিজ্ঞানের অনার্স স্নাতক স্তরের ২৭ জন ছাত্রছাত্রীকে কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের প্রধান ডক্টর দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে এক প্রশিক্ষক দল প্রশিক্ষণ শিবিরে ছাত্র-ছাত্রীদের মশার জাত নির্ণয়, মশার লার্ভা চিহ্নিতকরণ, মশার চরিত্র, গতিবিধি, মশার উৎসস্থল, মশা বাহিত রোগ নিরাময় প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে শহর কলকাতার সব কলেজের ছাত্র-ছাত্রীদের এই ধরনের স্বল্পকালীন প্রশিক্ষণ পুরসভা দেবে বলে ডক্টর দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন। ডক্টর বিশ্বাস আরও বলেন, মশাবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে ছাত্র-ছাত্রীদের এই প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মানুষের কাছে সহজেই মশাবাহিত রোগ সম্বন্ধে বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে। এর ফলে মানুষ আরও বেশি সচেতন হতে পারবেন ও মশাবাহিত রোগ মোকাবিলা ও নিয়ন্ত্রণ সহজ হবে।
  • Link to this news (আজকাল)