• জেলায় জেলায় বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা, আবহাওয়ার বড় আপডেট
    আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • বসন্তে কলকাতা-সহ রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। বইছে হাওয়া। যার জেরে ভোরের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ছিল। তবে বেলা গড়াতেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শনি এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। 

    ফের বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় আজ এবং শনিবার হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সামান্ কমল। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৮.৪  ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২  ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৪৩ শতাংশ।

    কেমন থাকবে আবহাওয়া?

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

    কোথায় কত তাপমাত্রা? 

    শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১০.৪ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৮.১ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১২.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৮ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ২১.৯ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৬ ডিগ্রি।
  • Link to this news (আজ তক)