• Sandeshkhali Unrest: সন্দেশখালির মহিলাদের চরম ক্ষোভের মুখে এবার মন্ত্রী পার্থ-সুজিত, দায় ঠেললেন কার ঘাড়ে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • Minister Partha Bhowmik And Sujit Bose At Sandeshkhali:

    ৫১ দিন পরও নিঁখোজ শেখ শাহজাহান। ফুঁসছে সন্দেশখালি। দফায় দফায় ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে শনিবার সন্দেশখালিতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন রাজ্যের দুই মন্ত্রী। কিন্তু তাতে কি লাভ হল? উল্টে গ্রামবাসীদের কথা শুনতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। হেভিওয়েট মন্ত্রীদের কাছে পেয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলা। তখন কার্যত যুক্তি খুঁজে পাচ্ছিলেন না সুজিত-পার্থরা। প্রচণ্ড ক্ষুব্ধ মহিলাদের নাগাড়ে প্রশ্নের মুখে শেষপর্ষন্ত ইডির ঘাড়েই দায় চাপালেন সেচমন্ত্রী। বললেন, ‘কলকাতা হাইকোর্ট ইডির থেকে রাজ্য পুলিশকে শাহজাহানকে ধরার নির্দেশ দিলে ১০ দিনের মধ্যে গ্রেফতার করা হবে।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)