শিক্ষকের আদর্শকে জলাঞ্জলি দিয়ে সুরার নেশায় মজে গিয়েছেন শিক্ষক জয়রাম কুমার সিং! তবে তিনি বোধহর মামুলি সুরা-ভক্ত হতে চাননি। সম্ভবত তাঁর স্বপ্ন ছিল একজন প্রসিদ্ধ সুরা-ভক্ত হিসাবেই নিজেকে ছাত্র সমাজের কাছে তুলে ধরা। সেই কাজে জয়রামবাবু একশো শতাংশ সফল। শনিবারের বারবেলায় সেই নিদর্শনই দেখা গেল। একেবারে স্কুলের গেটের সামনে শিক্ষকের মাতলামি দেখল বর্ধমান শহরের শিবকুমার হরিজন বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। লজ্জায় মুখ লুকোলেন ওই স্কুলের অন্য়ান্য শিক্ষক শিক্ষিকারা। নিন্দার ঝড় সর্বত্র।