IND vs ENG: রাঁচি টেস্টে হারের মুখে, তবু সুসংবাদ পেল টিম ইন্ডিয়া! মুখে হাসি, বুকে আশা রোহিতদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
India vs England 4th Test at Ranchi weather: রাঁচি স্টেডিয়ামে ভারত খেলতে নেমেছিল ফেভারিট হিসাবে। তবে জো রুটের দুরন্ত শতরান এবং তরুণ শোয়েব বশিরের বল হাতে অনবদ্য পারফরম্যান্সে ভারত দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে। ইংল্যান্ডের ৩৫৪ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনের শেষে পিছিয়ে ১৩৪ রানে। হাতে রয়েছে মাত্র ৩ উইকেট।