• Adhikari Sandeshkhali: তিন অধিকারীতে নাজেহাল তৃণমূল, সন্দেশখালি কি উৎপাত বাড়াল?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali Adhikari:

    রাজনীতিতেও কখনও সখনও তিনজনকেও ভিড় বলা যেতে পারে। অন্তত তৃণমূল কংগ্রেস তো তাই মনে করে। সন্দেশখালি ঝড়ের মধ্যে এই তিন জনের, আরও স্পষ্ট করে বললে তিন অধিকারীর ভিড় নিয়ে এখন চিন্তায় তৃণমূল কংগ্রেস। এই তিনের মধ্যে একজন শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর ভাই দিব্যেন্দু ও বাবা শিশির অধিকারী এখনও সাংসদ। দু’জনকেই অযোগ্য ঘোষণা করার জন্য চেষ্টা চালিয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু, লাভ হয়নি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গিয়েই এব্যাপারে তৃণমূলের যাবতীয় লড়াই শেষ হয়ে গিয়েছে। তবে, রাজ্যের শাসক দলের একটাই স্বস্তি। বাবা ও ভাই অধিকারী খুব একটা বেশি সামনে আসেন না। মন্তব্য করেন না। যদিও সন্দেশখালি ইস্যুতে তাঁরা নীরবতা ভেঙেছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)