• ভরসা যশস্বী, ৪ উইকেট হারিয়ে চাপে ভারত
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে আবার যশস্বী জয়েসওয়াল অবলম্বন। ১১৩ বল খেলে ৬৮ রানে ব্যাট করছেন তরুণ ওপেনার। তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ডের রানের কাছাকাছি পৌঁছতে চাইবেন‌ রোহিত শর্মারা। প্রথম ইনিংসে এখনও ২০৪ রানে পিছিয়ে ভারত। ব্যাট করতে নেমে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে চাপে ভারত। চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১৩১। দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারায় ভারতীয় দল। অর্ধশতরান করে ক্রিজে আছেন যশস্বী জয়েসওয়াল। সদ্য নেমেছেন সরফরাজ খান। এই দু"জনের ওপরই ভারতের ভাগ্য নির্ভর করছে। কারণ এরপর ধ্রুব জুরেল এবং রবিচন্দ্রন অশ্বিন ছাড়া কেউ নেই। অভিষেক টেস্টে দাপুটে অর্ধশতরানে নজর কেড়েছিলেন সরফরাজ। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আদর্শ টেস্ট ব্যাটিং করতে হবে তাঁকে। তবে মূল ভরসা যশস্বী। প্রথম সেশনেই রোহিতের উইকেট হারায় ভারত। মাত্র ২ রানে ফেরেন অধিনায়ক। দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করে যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল জুটি। ভালই খেলছিলেন দু"জন। কিন্তু পার্টনারশিপ ভাঙেন শোয়েব বশির। চারের মধ্যে ৩ উইকেটই তাঁর শিকার। ৬৫ বলে ৩৮ রান করে আউট হন গিল। আরও একবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রজত পাটিদার। ৪২ বলে ১৭ রান করে ফেরেন। রাজকোটে এরকম জায়গা থেকে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন রোহিত-জাদেজা জুটি। কিন্তু রাঁচিতে ব্যর্থ ভারতীয় অলরাউন্ডার। দুটো ছক্কা হাঁকিয়ে শুরু করলেও ১২ রানে আবার সেই বশিরের বলে আউট হন। 
  • Link to this news (আজকাল)