• কোটা থেকে নিখোঁজ, ১১ দিন পর হিমাচলপ্রদেশ থেকে উদ্ধার পড়ুয়া ...
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের কোটার কোচিং থেকে আচমকা নিখোঁজ। ১১ দিন পর ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীকে উদ্ধার করা হল ভিন রাজ্য থেকে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৩ ফেব্রুয়ারি থেকে পীযূষের খোঁজ পায়নি তার পরিবার। পীযূষ উত্তরপ্রদেশের বুন্দেলশহরের বাসিন্দা। গত ২ বছর ধরে আইআইটির জন্য প্রস্তুতি নিতে কোটার হস্টেলে থাকত। ১২ দিন আগে শেষবার বাবা, মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল পীযূষের। ১৪ ফেব্রুয়ারি কোচিংয়ে পরীক্ষা দিতে গিয়েছিল। তারপরেই তার ফোন বন্ধ হয়ে যায়। কোনও খোঁজ না পাওয়ায় জওহরনগর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ১১ দিন ধরে টানা তল্লাশি অভিযান চালানোর পর হিমাচলপ্রদেশের ধর্মশালা থেকে পড়ুয়াকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, পড়ুয়ার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। কীভাবে কোটা থেকে এত দূরের শহরে সে পৌঁছল, তার কোনও উত্তর সে দিতে পারছে না। বর্তমানে তাকে কোটায় নিয়ে গিয়ে কাউন্সেলিং করানো হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)