• বিপুল টাকা ভাড়া বাকি, ব্যাঙ্কের গেটে তালা লাগিয়ে দিল বাড়িমালিক
    ২৪ ঘন্টা | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুদিন ধরে ভাড়া বাকী। বলেও কোনও কাজ হয় না। শেষপর্যন্ত চরম পদক্ষেপ নিলেন বাড়ি মালিক। সকালে ব্যাঙ্কের গ্রাহকরা এসে দেখেন ব্যাঙ্কের গেটে তালা ঝুলছে। গ্রাহক-কর্মীরা বাইরে দাঁড়িয়ে। এনিয়ে তুমুল হইচই এলাকায়। এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের বালিঘাইতে।

    দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে ভাড়া নিয়ে চলছে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক।  বাড়ির মালিক চিদানন্দ মালিকের দাবি, প্রায় ৩ বছর ধরে ওই ঘর ভাড়া নিয়েছে কিন্তু ভাড়া দেওয়ার নাম নেই। বারবার বলেও নড়ানো যায়নি ম্যানেজারকে। তাই তিনি বাধ্য হয়েই ব্যাঙ্কে তালা লাগিয়ে দিয়েছেন। মোট ৩ বছর ৭ মাসের বাড়া বাকী।এদিকে, শুক্রবার ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে যান প্রায় একশো গ্রাহক। এনিয়ে তুমুল হইচই শুরু হয়ে যায়। অনেকে ব্যাঙ্কের কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে যায়। জানা যায় ২০২০ সালের ৩১ জুলাই থেকে ওই জায়গায় চলছে ব্যাঙ্ক। কিন্তু ওই বছরের পর থেকে ভাড়ার চুক্তি আর নবীকরণও করেনি ব্যাঙ্ক। গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে এগরা থানার পুলিস। তদেরই মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • Link to this news (২৪ ঘন্টা)