Silk Nursery Centre: কম সময়ে দ্রুত রোজগারে দুরন্ত উদ্যোগ! অভূতপূর্ব তৎপরতা দিশা দেখাচ্ছে বেকারদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
Malda Silk Nursery Centre:
রাজ্য সরকারের উদ্যোগে অভূতপূর্ব এই তৎপরতায় বেকাররা (Unemployed) রোজগারের দিশা পাবেন। এলাকার তরুণ-তরুণী থেকে শুরু করে অন্যদের সাবলম্বী করে তুলতে যেভাবে রাজ্য সরকার (Wb Govt.) পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। স্থানীয় প্রশাসনের অভূতপূর্ব এই উদ্যোগেই অবশেষে চালু রেশম নার্সারি কেন্দ্র। প্রশাসন তাঁদের আয়ের পথ দেখানোয় খুশি গ্রামবাসীরা।