• ঘূর্ণাবর্তের জের, রবিবারেও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ...
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা বসন্তে বৃষ্টি থেকে রেহাই নেই। রবিবারেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে বাংলায় আগামী সপ্তাহেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারে উপকূলের জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ও কাল আকাশ মেঘলা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (আজকাল)