Sandeshkhali Unrest: শাহজাহানদের মদতে জমি দখল, ঝাঁটা-জুতো নিয়ে TMC নেতাকে তাড়া, প্যাঁচে পড়ে সুর বদল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
sandeshkhali situation update:
শেখ শাহজাহান (Sheikh Shahjahan), সিরাজউদ্দিনদের (Sirajuddin) বিরুদ্ধে ক্ষোভের পাহাড় সন্দেশখালিতে (Sandeshkhali)। তাদেরই দোসর এলাকার এক তৃণমূল নেতাকে গত শুক্রবারের পর আজ রবিবারেও ঝাঁটা-জুতো নিয়ে তাড়া গ্রামের মহিলাদের। কয়েকশো জনতার রোষের হাত থেকে বাঁচতে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন তৃণমূল নেতা অজিত মাইতি (Ajit Maity)। সাংবাদিকদের সামনেই শেষমেশ সুর বদল সন্দেশখালির বেড়মজুরের তৃণমূল নেতার।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)