• Muslim Marriage Act: ঘুরিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টা? আরও এক রাজ্যে বাতিল মুসলিম বিবাহ আইন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • Assam Muslim Marriage Act:

    বিজেপিশাসিত উত্তরাখণ্ডের পর এবার বিজেপিশাসিত অসম। ফের মুসলিম বিবাহ আইন বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের আরও একটি রাজ্য। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বৈঠকের পর একথা জানিয়েছে অসম সরকার। অসমে এতদিন যে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন রয়েছে, তা ১৯৩৫ সালের। ৮৯ বছরের সেই আইনের পরিবর্তে তৈরি হয়েছে, ‘অসম রিপিলিং অর্ডিন্যান্স ২০২৪’। যা আগের আইনকে বাতিল করবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)