• Modi Dives Into Arabian Sea: ‘দ্বারকায় প্রার্থনা করা ঐশ্বরিক অভিজ্ঞতা’, আরব সাগরে ডুব দিয়ে কৃষ্ণের শহরে মোদী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • ‘দ্বারকায় প্রার্থনা করা ঐশ্বরিক অভিজ্ঞতা’। আরব সাগরে জলের নীচে প্রার্থনার জন্য ডুব দিলেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটে দেশের সবচেয়ে বড় কেবল ব্রিজ উদ্বোধনের পর ভগবান দ্বারকার গভীর সমুদ্রে ডুব দিলেন মোদী। সমুদ্রে তলায় ডুব দিয়ে মোদী বললেন, “এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। ডুবে থাকা দ্বারকা আসলে ভারতের ঐতিহাসিক ও আধ্যাত্মিক শিকড়ের কথা তুলে ধরে”।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)