উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এসপি সুপ্রিমো অখিলেশ যাদব রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিয়েছেন। এদিন ন্যায় যাত্রায় হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। সম্প্রতি এসপি এবং কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। এসপি কংগ্রেসকে ১৭ টি লোকসভা আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে বারাণসী এবং প্রয়াগরাজও রয়েছে।