• চিনের বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৫, আহত ৪৪
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চিনে এক বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ১৫ জন। আহত হয়েছেন ওই আবাসনের আরও ৪৪ জন বাসিন্দা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ভোররাতে আগুন লাগে নানজিং শহরের ইউহুয়াতাই এলাকার এক আবাসনে। সেই আবাসনের ফার্স্ট ফ্লোরে একটি ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। সেটি থেকেই আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে উপরের কয়েকটি ফ্লোরে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫টি ইঞ্জিন। কয়েক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারপর শুরু হয় উদ্ধারকাজ। আবাসন থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।
  • Link to this news (আজকাল)