• ধ্রুব জুড়েলের লড়াকু ৯০ রানের ইনিংসের জেরে লড়াই জারি রোহিতদের...
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হার না মানা ৯০ রানের একটি ঝকঝকে ইনিংস ধ্রুব জুড়েলের। মারলেন চারটি ছয় এবং ছয়টি চার। এর জেরেই ভারতের স্কোর তিনশো পার। প্রথম ইনিংসে ৪৬ রানে পিছিয়ে থাকলেও ধ্রুবের এদিনের ইনিংস দেখে অনেকেই তাঁরে ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। টপ অর্ডারে যশস্বীর ৭৩ রান এবং শুভমানের ৩৮ রান বাদ দিলে বাকি ব্যাটাররা একেবারে ফ্লপ। তবে জুড়েলকে এদিন যোগ্য সঙ্গত দিলেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। ধৈর্য্য ধরে একশো তিরিশটি বল খেলে ২৮ রানের ইনিংস উপহার দিলেন তিনি। একসময় মনে হচ্ছিল ধ্রুব হয়তো টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানটি করেই ফেলবেন। কিন্তু তাঁকে সঠিক সময়ে ফেরালেন হার্টলি। ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩০৭ রানে। ইংল্যান্ডের হয়ে অ্যান্ডরসন দুটি এবং হার্টলি তিনটি উইকেট নিলেন। তবে অফ স্পিনের ফাঁদে ভারতীয়দের আটক করে ৫ টি উইকেট তুলে নিলেন শোয়েব বসির। রাঁচির পিচে দ্বিতীয় দিন থেকেই বল ঘুরেছে। এবার ইংরেজদের দ্বিতীয় ইনিংস রোহিতরা কত রানে আটকাতে পারে তার ওপরই নির্ভর করছে রাঁচি টেস্টের ফলাফল। 
  • Link to this news (আজকাল)