• হরিয়ানার সাতটি গ্রামে ফিরল মোবাইল ইন্টারনেট পরিষেবা
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার সাতটি জেলার মোবাইলে ফিরল ইন্টারনেট পরিষেবা। রবিবার সকাল থেকে এই পরিষেবা ফের দেওয়া হল। প্রায় দুসপ্তাহ ধরে এই পরিষেবা বন্ধ ছিল কৃষকদের দিল্লি চলো অভিযানের জেরে। আম্বালা, কুরুক্ষেত্র, কাইঠাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসাতে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এলাকায় শান্তি এবং নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই পরিষেবা বন্ধ করা হয়েছিল। তবে কৃষকদের দিল্লি চলো অভিযান আপাতত স্থগিত হওয়ার জেরে এই পরিষেবা ফের চালু করা হয়েছে। মোবাইলে ইন্টারনেট পরিষেবা ফিরে পাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত, এমএসপি-র দাম বৃদ্ধির জন্য সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা এই দিল্লি চলো অভিযানের ডাক দেয়। ১৩ ফেব্রুয়ারি থেকে হরিয়ানা সীমান্তে নিজেদের অবস্থান চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁদের বেশ কয়েকদফায় আলোচনা হলেও নিজেদের অবস্থান তুলতে নারাজ কৃষকরা। ইতিমধ্যেই চারজন কৃষকের মৃত্যু ঘটেছে। ২৯ ফেব্রুয়ারির পর ফের নিজেদের পরবর্তী আন্দোলন শুরু করবেন কৃষকরা।  
  • Link to this news (আজকাল)