• জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের ...
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের সব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, সেই বিষয়ে গতকালের এই বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় স্পর্শকাতর বুথের তালিকা নিয়েও এদিন কথা হয়েছে। উপস্থিত ছিলেন, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা ও কলকাতার পুলিশ কমিশনারও। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলি এদিন পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে তুলে ধরা হয়। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মনে করা হচ্ছে, সেখানে সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।উল্লেখ্য, ৩ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ পর্যন্ত রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন।
  • Link to this news (আজকাল)