• হাতের কাজেই বারবার ইতিহাস, রাঁচিই বা বাদ যাবে কেন! ফের অশ্বিনের মহাকীর্তি
    ২৪ ঘন্টা | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজকোটের পর এবার রাঁচি! হাতের কাজেই বারবার ইতিহাস লেখেন আর অশ্বিন (R Ashwin)। এবার এমএস ধোনির (MS Dhoni) শহরেও মাইলফলক তৈরি করলেন ভারতীয় দলের মহানক্ষত্র। রাঁচির জেএসসিএ ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে চলছে ভারত-ইংল্য়ান্ড চতুর্থ টেস্ট। রবিবার অর্থাৎ আজ তৃতীয় দিনের মধ্য়াহ্ণ ভোজের বিরতির পরেই ঘটে অশ্বিনের ঐতিহাসিক মহাকীর্তি। ঘরের মাঠে ৫৯ নম্বর টেস্ট খেলছেন অশ্বিন। তাঁর ঝুলিতে চলে এসেছে ৩৫১ তম উইকেট। পরিসংখ্য়ান বলছে, লাল বলের ক্রিকেটে, ঘরের মাঠে অশ্বিন ছাড়া আর কোনও বোলার এত উইকেট পাননি। কিংবদন্তি অনিল কুম্বলকে (Anil Kumble) টপকে গেলেন চেন্নাইয়ের বোলার। মুথাইয়া মুরলীথরন (Muttiah Muralitharan), জেমস অ্যান্ডারসন (James Anderson), স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) ও কুম্বলের পর পঞ্চম বোলার হিসেবে অশ্বিন দেশের মাটিতে  ৩৫০ বা তার বেশি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড করলেন অশ্বিন।ঘরের মাঠে ৩৫০ বা তার বেশি টেস্ট উইকেট পেয়েছেন যাঁরা১) মুথাইয়া মুরলীথরন- ৭৩ টেস্টে ৪৯৩ উইকেট

    ২) জেমস অ্যান্ডারসন- ১০৫ টেস্টে ৪৩৪ উইকেট

    ৩) স্টুয়ার্ট ব্রড- ৯৮ টেস্টে ৩৯৮ উইকেট

    ৪) আর অশ্বিন- ৫৯ টেস্টে ৩৫১ উইকেট

    ৫) অনিল কুম্বলে- ৬৩ টেস্টে ৩৫০ উইকেট।

     

    ব্রিটিশদের প্রথম ইনিংসে করা ৩৫৩ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩০৭ রানে। ইংল্য়ান্ড ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ব্রিটিশরা ছয় উইকেটে ১২২ রান তুলেছে। অশ্বিন নিয়েছেন তিন উইকেট, দুই উইকেট এসেছে কুলদীপের ঝুলিতে। এক উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতের দরকার আর চার উইকেট। তাহলেই কিন্তু ভারত রাঁচি জয়ের গন্ধ পেতে শুরু করে দেবে।

     

    এই টেস্টেই অশ্বিন ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছেন। এর আগে ভারতের কোনও বোলার ইংরেজদের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে উইকেটেরে সেঞ্চুরি করেননি। অশ্বিন বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখেছেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১০০ উইকেট নেওয়ার সঙ্গেই ১০০০ রানের রেকর্ডও করেছেন অশ্বিন।স্য়র গ্য়ারি সোবার্সদের এলিট ক্লাবে এসেছেন তিনি। 

     
  • Link to this news (২৪ ঘন্টা)