• চব্বিশে ভোটের আগে ব্রিগেডে সমাবেশ তৃণমূলের!
    ২৪ ঘন্টা | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • প্রবীর চক্রবর্তী: দোরগোড়ায় লোকসভা ভোটে। কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে এবার ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। কবে? ১০ মার্চ। পোস্টার প্রকাশ করা হল দলের ফেসবুক পেজে। 

    ১ বছর পার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলনে তৃণমূল। কখনও দলের সাংসদদের নিয়ে দিল্লিতে গিয়েছেন অভিষেক, তো কখনও আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। এমনকী, ২ দিন ধরে ধরনাও দিয়েছে কলকাতার রেড রোডে! সেই ধরনা মঞ্চ থেকে একশোর দিনের প্রকল্পে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কবে? ১ মার্চ থেকে অ্য়াকাউন্ট টাকা দেবে রাজ্য সরকার।এদিকে লোকসভা ভোটেরও আর বেশ দেরি নেই। সন্দেশখালিকাণ্ডে যখন রাজ্য-রাজনীতি, তখন বাংলা থেকে প্রচার শুরু করছেন মোদী! আগামী মাসে ৩ সভা করবেন মোদী। এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় বঞ্চনা'র প্রতিবাদে ব্রিগেডে সমাবেশ করার সিদ্ধান্ত নিল তৃণমূল। নাম, 'জনগর্জন সভা'।এর আগে, রাজ্যে পালাবদলের পর ২০১১ সালে ব্রিগেডে ২১ জুলাইয়ে সমাবেশ করেছিল তৃণমূল। ব্রিগেডে সমাবেশ হয়েছিল ২০১৯-র লোকসভা ভোটে আগেও। সেই সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিরোধী দলের নেতারা।
  • Link to this news (২৪ ঘন্টা)