• Sandeshkhali Case: দুপুরে তাড়া, সন্ধ্যায় ক্ষুব্ধ গ্রামবাসীদের হাত থেকে সন্দেশখালির অজিত মাইতিকে উদ্ধার পুলিশের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali TMC Leader Ajit Maity Detain:

    শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে ফুঁসছে সন্দেশখালি। এর মধ্যেই রবিবার বেড়মজুমে হরিনাম সংকীর্তনে খোল বাজাতে দেখা যায় মন্ত্রী পার্থ ভৌমিককে। কিন্তু বেলা বাড়তেই পাল্টে যায় পরিস্থিতি। মন্ত্রী এলাকা ছাড়তেই স্থাানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে তাড়া করেন গ্রামবাসীরা। প্রাণভয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন ওই তৃণমূল নেতা। এমনকী ঢুকেই ওই বাড়ির সদর দরজায় দরজায় তালা লাগিয়ে দেন তিনি। ততক্ষণে ওই বাড়ি ঘিরে ফেলেছে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অজিত মাইতির নাম ধরে হুলস্থূল কাণ্ড। খবর পেয়েই সেখানে আসে পুলিশ। ওই অবস্থা দেখে একদা প্রাতপশালী তৃণমূল নেতা তখন ভয়ে কাঁদতে শুরু করেছেন। দরজা বন্ধ রাখতে কাকুতি মিনতি করছেন। সংবাদ মাধ্যমের কাছে এলাকা না ছাড়ার আর্জি করছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)