Barkat Ali & Brothers: নিখুঁত কাটিং-য়েই আস্থা ছিল উত্তম কুমার থেকে জ্যোতি বসুর, শতবর্ষ পেরিয়েও জনপ্রিয়তা তুঙ্গে শহরের স্যুটওয়ালার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
সাহেবি পোশাকের মধ্যেও বছরের পর বছর ধরে ভারতীয় ঘরানাকে তুলে ধরে শতবর্ষ পেরিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে শহরের স্যুটওয়ালা। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বার্থ’ডে পার্টি অথবা হোক না বন্ধুর বিবাহ- বার্ষিকী। কেরাদুরস্ত স্টাইলে নিজেকে আদ্যোপান্ত সাহেবি ধাঁচে সাজিয়ে তুলতে বাঙালি সবসময়ই কিছুটা এগিয়ে।