• BPL: BPL তো সার্কাস, বাংলাদেশিরা আন্তর্জাতিকে যোগ্যই নয়! টাইগারদের নিয়েই ‘খিল্লি’ এবার কোচ হাতুরুর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Bangladesh Premier League 2024: বাংলাদেশ সমর্থকরা তাঁদের ক্রিকেটের মান নিয়ে যত গর্বই করুন না কেন, সেদেশের জাতীয় কোচ চণ্ডিকা হাথুরুসিংহের মতে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সার্কাসের চেয়ে বেশি কিছু না। হাথুরু সিংহে যখন এই কথা বলছেন, সেই সময় বাংলাদেশে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। তারই মধ্যে এক সাক্ষাৎকারে উঠে এসেছে হাথুরুসিংহের বক্তব্য।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)