Rohit Sharma-Sarfaraz Khan: ‘হিরো’ হতে চাইলেন সরফরাজ, মাঠেই ধমকে প্রাণ বাঁচালেন রোহিত! দেখুন বড় ভিডিও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
Ind vs Eng Ranchi Test:
‘ও ভাই, হিরো হতে যাস না।’ মাঠেই দলের জুনিয়র টিমমেট সরফরাজ খানকে ধমক লাগালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট এই ধমকের সাক্ষী থাকল। দোষটা অবশ্যই সরফরাজের। আর, অধিনায়ক রোহিত বেশ সোজাসাপটা। যা বলেন এক্কেবারে সরাসরি। রোহিতের এই ধমক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)