Ajay Devgan-Kajol: বাড়ি সংসার ছেড়ে চলে যাচ্ছিলেন কাজল, অজয়ের কথায়… ‘নিঃসন্দেহে পরকীয়া হয়’
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
কাজল এবং অজয় দেবগণ, দুজনে তাঁদের সম্পর্ক নিয়ে কোনোদিন রাখঢাক করেননি। শুধু একটাই, কাজল নিজের বিয়ে কোথায় হচ্ছে এটার ভুল ঠিকানা বলেছিলেন। এতবছর হয়ে গিয়েছে। দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা হলেও সেটি ভেঙে যায়নি।