leopard video: গ্রামবাসীদের সঙ্গে এলাকা ভ্রমণ, চিতার হৈ-হৈ ফেলা কাণ্ড, জোর চর্চা নেটদুনিয়ায়
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
জঙ্গলে হাতি, নেকড়ে, সিংহ, খরগোশ, হরিণ নানান প্রাণী দেখা গেলেও নেকড়ে, অথবা চিতার মত হিংস্র প্রাণীকে সামনে দেখলে মানুষের যেন দম বন্ধ হয়ে আসে। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনিও এক মুহূর্তের জন্য অবাক হয়ে যাবেন। ভিডিওতে গ্রামের কিছু লোককে চিতাবাঘের সঙ্গে এমনভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যেন সেটি চিতা নয়, পোষা কুকুর। এর পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ।