• তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিন নির্দল কাউন্সিলার
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: সামনেই লোকসভা নির্বাচন। শুক্রবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে আয়োজিত কর্মীসভার মধ্য দিয়ে শুরু হয়েছে লোকসভা ভোটের প্রস্তুতি। তাঁর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বৈদ্যবাটি পুরসভার তিন নির্দল কাউন্সিলর। খুশির হাওয়া শাসক শিবিরে। কারণ এই ওয়ার্ড যুক্ত হওয়ায় পুরসভা এলাকার পাশাপাশি সমগ্র শ্রীরামপুর লোকসভায় শক্ত হল তৃণমূল কংগ্রেসের হাত। অনুগামীদের সঙ্গে নিয়ে যোগ দিলেন বৈদ্যবাটি পুরসভার ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পাল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পারুই ও ১৭ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবরাজ দত্ত। রবিবার শেওড়াফুলি ফাঁড়ির মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এই তিন কাউন্সিলরের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। সাংসদের হাত ধরে দলে যোগদান করতে পারে খুশি তিনজন জানিয়েছেন রাজ্যের মুখ্য মন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে পুরসভা এলাকার বাসিন্দাদের আরও বেশি পরিষেবা দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই সিদ্ধান্ত। এদিকে নির্দল তিন কাউন্সিলরের তৃণমূলে যোগদান কে ঘিরে ব্যাপক উন্মাদনা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। ফাঁড়ির মোড়ে চলল আতশ বাজি ফাটানো, সবুজ আবির খেলা। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, শ্রীরামপুর লোকসভা আসনে বিরোধী দলের কোনও সংগঠন বাস্তবে নেই। নির্বাচন এলে কিছুটা বিক্ষিপ্ত ভাবে কিছু বিরোধী নজরে পড়ে। তবে এই কেন্দ্র বরাবরই তৃণমূল কংগ্রেসের গড় হিসেবেই পরিচিত। ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)