• তৃণমূল নেতা অজিত মাইতি আটক
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবারও সন্দেশখালিতে অশান্তি। বেড়মজুড়ে তৃণমূলের স্থানীয় নেতা অজিত মাইতিকে ধাওয়া করেন গ্রামবাসীরা। তিনি পালিয়ে গিয়ে একজনের বাড়িতে ঢুকে পড়েন। সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। তাঁদের দাবি, গ্রেপ্তার করতে হবে অজিত মাইতিকে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিন অজিত মাইতি বলেন, ২০১৯ সালে বিজেপি থেকে তিনি তৃণমূলে এসেছিলেন। তিনি কোনও দোষ করেননি। তবে দল বললে তিনি পদত্যাগ করতেও রাজি আছেন। এবিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী পার্থ ভৌমিককে। তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা অত্যাচার করেছেন, দল তাঁদের পাশে নেই। অজিতকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  এরপর দীর্ঘ কয়েকঘন্টা পর অজিত মাইতিকে আটক করল পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হল থানায়।
  • Link to this news (আজকাল)