জোমাটোর ভয়ংকর 'জালিয়াতি'! অগ্নিশর্মা ভারতীয় তারকা, পোস্ট দেখে থ নেটাগরিকরা
২৪ ঘন্টা | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকদিন পর আবার খবরে ভারতের তারকা পেসার দীপক চাহার (Deepak Chahar)। ৩১ বছরের উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা, গতবছর পয়লা ডিসেম্বর শেষবার দেশেরে জার্সিতে টি-২০ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে চাহার এবার খবরে এলেন একেবারে অক্রিকেটীয় কারণে। ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর (Zomato) ভয়ংকর 'জালিয়াতি'র শিকার হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএল খেলা ক্রিকেটার। এমনটাই অভিযোগ চাহারের। তাঁর পোস্ট দেখে নেটাগরিকরা আঁতকে উঠেছেন। কী হয়েছে চাহারের সঙ্গে? আগ্রা ক্য়ান্টমেন্টের সদর বাজার এলাকায় রয়েছে মামা চিকেন মামা ফ্র্যাংকি হাউজ নামে এক রেস্তোরাঁ। মুঘল খাবারের জন্য় যা ওই শহরে বেশ জনপ্রিয় এই রেস্তোরাঁ। এখানে বসেও খাওয়া যায় আবার অনলাইনেও অর্ডার দিয়ে বাড়িতে আনানো যায়। চাহার এখান থেকেই এক প্লেট তন্দুরী চিকেন ও রেশমি মালাই চিকেন টিক্কা অর্ডার দিয়েছিলেন। তন্দুরী চিকেনের দাম ৩৯৯ টাকা ও রেশমি মালাই চিকেন টিক্কার দাম ২৬৯ টাকা। এমনটাই জোমাটোতে মামা চিকেন মামা ফ্র্যাংকি হাউজের মেনুকার্ড বলছে। চাহার অর্ডারের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'ভারতে নতুন জালিয়াতি। জোমাটো থেকে খাবারের অর্ডার দিয়েছিলাম। অ্যাপ দেখাচ্ছে যে, খাবার ডেলিভারি করা হয়েছে কিন্তু আমি কিছুই পাইনি। কাস্টোমার সার্ভিসে ফোন করলেও জানানো হয় যে ডেলিভারি হয়ে গিয়েছে। তাহলে আমিই মিথ্যা বলছি। আমি নিশ্চিত, অনেক মানুষ একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। জোমাটোকে ট্যাগ করুন এবং আপনার গল্প বলুন।' বোঝাই যাচ্ছে যে, চাহাল রেগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন।এবার আসা যাক চাহালের খেলার খবরের দিকে। চাহার আসন্ন আইপিএলকেই করেছেন পাখির চোখ। সেখানে দুরন্ত পারফরম্য়ান্স করেই টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে চান। বাবার অসুস্থতার কারণেই ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছিলেন চাহার। কিন্তু এখন তিনি আবার পুরো দমে প্রস্তুতি শুরু করেছেন। আইপিএলে ঝলসাতে তৈরি সাদা বলের দারুণ পেসার।