রাঁচিতে রোহিতের টেস্ট মাইলস্টোন, কাকে বললেন 'হিরো হতে যাস না''
২৪ ঘন্টা | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোংয়ের দরকার আর মাত্র ১৫২ রান। হাতে রয়েছে ১০ উইকেট ও পুরো দু'টি দিন। ব্রিটিশ বধের রাস্তায় হাঁটছে ভারত... রাঁচিতেই সিরিজ জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া। ইংল্য়ান্ড ভারতকে জয়ের জন্য় ১৯২ রানের টার্গেট দিয়েছে। তৃতীয় দিনের শেষে দুই ওপেনার-যশস্বী জয়সওয়াল (১৬) ও রোহিত (২৪) ক্রিজে অপরাজিত থেকে, স্কোরবোর্ডে তুলে ফেলেছেন ৪০ রান। রোহিত এদিন ২১ রান করতেই ধোনির শহরে লাল বলের ক্রিকেটে রেকর্ড করে ফেললেন। রোহিত হয়ে গেলেন টেস্টের চারহাজারি ক্রিকেটার। কেরিয়ারের ৫৮ তম টেস্ট ম্যাচ খেলছেন ভারতের তিন ফরম্য়াটের অধিনায়ক। আর এই ম্য়াচেই লাল বলের ক্রিকেটে তাঁর ৪০০০ রান পূর্ণ হয়ে গেল। ইংরেজদের বিরুদ্ধে রোহিতের ১০০০ টেস্ট রানও হয়ে গেল।রোহিত ১৭ নম্বর ভারতীয় হিসেবে টেস্টে চার হাজার রান করলেন। ভারতীয়দের মধ্য়ে তিনি দশম দ্রুততম হিসেবে এই নজির গড়েছেন। মিডল অর্ডারের ব্য়াটার হিসেবে রোহিত কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৩ সালের নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেন প্রথম টেস্ট। কিন্তু ২০১৯ থেকে তাঁর ব্যাটিং অর্ডারে পদোন্নতি হয়। তাঁকে পাওয়া যায় দলের ওপেনারের ভূমিকায়। টেস্টে রোহিতের গড় ৪৫-এর উপর। তাঁর স্ট্রাইক রেট ৫৫-র বেশি। রোহিত হাঁকিয়েছেন ১১টি সেঞ্চুরি। ১৬টি অর্ধ-শতরান রয়েছে তাঁর। রোহিত ১০০ ইনিংস খেলে ফেলেছেন ক্রিকেটের শুদ্ধতম সংস্করণে। ঘরের মাঠে রোহিত ভারতের টপ অর্ডারের নিউক্লিয়াস।