• Sudarshan Setu: গুজরাতে সিগনেচার ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর, এখানে যা আছে, জানলে অবাক হয়ে যাবেন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Signature Bridge in Gujarat:

    রবিবার (২৫ ফেব্রুয়ারি), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কচ্ছ উপসাগরে ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ সুদর্শন সেতু উদ্বোধন করেছেন। সিগনেচার ব্রিজ নামেও পরিচিত এই সেতু দেবভূমি দ্বারকার ওখা উপকূলে বেট দ্বারকা দ্বীপের সঙ্গে তিন কিলোমিটার দূরে মূল ভূখণ্ড গুজরাটকে যুক্ত করেছে। সেতুর মোট দৈর্ঘ্য ৪,৭৭২ মিটার। যার মধ্যে একটি ৯০০ মিটার লম্বা কেবল-স্টেড সেকশন আছে। ৯৭৮ কোটি টাকায় তৈরি চার লেনের এই সেতু কেন্দ্রীয় সরকারের অর্থে তৈরি হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)