লোকসভা নির্বাচনের (Lok sabha poll 2024) দামামা বেজে গিয়েছে। শুধু ভোটের দিনক্ষণ ঘোষণা বাকি। সন্দেশখালি (Sandeshkhali) ও তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ইস্যুতে ল্যাজেগোবরে অবস্থা ঘাসফুল শিবিরের। ঘন-ঘন মন্ত্রীদের সেখানে পাঠিয়েও ড্যামেজ কন্ট্রোল করা যাচ্ছে না। রাজ্য পুলিশের সর্বময় কর্তা গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই থেকে গিয়েছে। নতুন করে আন্দোলন ছড়িয়েছে আশপাশের গ্রামে। স্থানীয় শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতি (Ajit Maiti) গ্রামের মানুষের তাড়া খেয়ে অন্যের বাড়িতে লুকিয়ে ছিলেন চার ঘণ্টা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এই পরিস্থিতিতে ব্রিগেড সমাবেশের (Brigade Rally) ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।