দুর্যোগের ফাঁড়া যেন কাটছেই না। আগামী দিন কয়েক তাপমাত্রার বিশেষ নড়চড় না হলেও পিছু ছাড়বে না বৃষ্টি (Rain)। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার দুর্যোগের ভ্রুকুটি। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির হাত থেকে নিস্তার পাবে না উত্তরবঙ্গের কয়েকটি জেলাও। বসন্তের এই দুর্যোগের পালা মিটলেই ভ্যাপসা গরম? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।