শেখ শাহজাহান কি এবার পুলিশের জালে ধরা পড়বে? ৫৩ দিন ধরে অধরা সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। এখনও রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে হাইকোর্ট স্পষ্ট করার পর এদিন টুইট করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মখপাত্র কুণাল ঘোষ। এদিন শাহজাহান নিয়ে আলাদতে ঘোষণার পর কুণালের টুইট, ‘সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে’। তৃণমূল নেতৃত্বের এই ঘোষণায় তোলপাড় রাজনৈতিক মহল। তাহলে এখন কোথায় আছেন শেখ শাহজাহান? কোন ঘেরাটোপে রয়েছেন সন্দেশখালির ‘বাঘ’?