• Sandeshkhali Case: রণক্ষেত্র সন্দেশখালি, অজিত-হলধরের পর এবার গ্রামবাসীদের রোষে তৃণমূল পঞ্চায়েত সদস্য, বাড়ি ভাঙচুর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali Unrest:

    সন্দেসখালিতে ক্ষোভের আগুন এখনও তাজা। শাহজাহানবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে মুখর গ্রামের মহিলারা। রবিবার আটকের পর ইতিমধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা ও শিবপ্রসাদ হাজরাদের অনুগামী বলে পরিচিত অজিত মাইতি। এদিন সকালে বেড়মজুরের তৃণমূল নেতা হলধর আড়ির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশ গেলেও পরিস্থিতি থমথমে। বেলা গড়াতেই ফের অশান্ত বেড়মজুর। স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর চালালেন সন্দেশখালির বিক্ষোভকারী মহিলাদের একাংশ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)